বিষয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক অনিয়মিত পরীক্ষার্থীদের নাম তালিকাভুক্তকরণ ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে। এতদ্দ্বারা অত্র কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক সকল অনিয়মিত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বোর্ডের নিয়ম অনুযায়ী আগামী ২০২৬ সালের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। অনিয়মিত পরীক্ষার্থী বলতে যাদের বোঝানো হচ্ছে: ১. যারা পূর্ববর্তী বছরের পরীক্ষায় এক, দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ২. যারা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করেও অংশগ্রহণ করেননি বা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। ৩. মানোন্নয়ন পরীক্ষার্থী (যদি প্রযোজ্য হয়)। করণীয় নির্দেশাবলি: উক্ত শিক্ষার্থীদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের যোগ্যতা অর্জনের জন্য নিম্নোক্ত নির্দেশনাগুলো আবশ্যিকভাবে পালন করতে হবে: • নাম তালিকাভুক্তকরণ: আগামী ১০/১২/২০২৫ তারিখের মধ্যে কলেজ অফিসে উপস্থিত হয়ে নাম তালিকাভুক্ত করতে হবে। • নির্বাচনী পরীক্ষা: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত নির্বাচনী পরীক্ষায় (Test Exam) অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সতর্কীকরণ: যেকোনো অনিয়মিত পরীক্ষার্থী নাম তালিকাভুক্ত করতে ব্যর্থ হলে কিংবা আসন্ন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করলে, তাকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে পরবর্তীতে কোনো ওজর-আপত্তি গ্রহণ করা হবে না। ***বিষয়টি অত্যন্ত জরুরি।